আমি কোনো পণ্য নই: ক্যাটরিনা
কিছুদিন আগে আইটেম গান নিয়ে কথা বলতে গিয়ে বলিউড অভিনেত্রী মালাইকা বলেছিলেন, ‘যদি কখনো মনে হতো যে, আমাকে গানটিতে পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তাহলে সেই কাজ ছেড়ে বেরিয়ে আসতাম।’ এবার মালাইকার সঙ্গে গলা মেলাতে দেখা গেল ক্যাটরিনা কাইফকে।
সম্প্রতি আরবাজ খানের একটি চ্যাট শো’-এ ক্যাটরিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আইটেম গান নিয়ে তার অভিমত কি। তখন আরবাজ খানকে ক্যাটরিনা বলেন, তার কাছে নাচ উচ্চমানের শিল্প। এবং শীলা কি জওয়ানি, চিকনি চমেলি, জারা জারা টাচ মি, কালা চশমা-র মতো গানগুলোকে তিনি কখনোই ‘আইটেম গান’ বলে মনে করেন না।
তিনি যোগ করেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে যে যা ইচ্ছে বলে যাচ্ছেন। ভুল বললেও কেউ পালটা প্রশ্ন করছেন না। তবে আমার মনে হয় নারী হিসেবে কখনো কোনো অভিনেত্রীর যদি মনে হয় নাচের মাধ্যমে তাকে পণ্য হিসেবে পেশ করা হচ্ছে তাহলে সেই কাজ না করাই শ্রেয়। একটি বিষয় মনে রাখতে হবে, আমি কোনো পণ্য নই, আমি একজন অভিনেত্রী।
এর আগে মাইলাইকাও আইটেম গানের প্রসঙ্গ উঠলে বেশ চটেছিলেন। তখন তিনি অনুষ্ঠানে সাফ জানিয়ে দিয়েছিলেন তাকে কেউ আইটেম বললে সে সপাটে চড় কষাতে দেরি করবে না।
সম্প্রতি সালমান খানের সঙ্গে ভারত সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এ ছবির ট্রেজার ও প্রকাশিত গানে ইতোমধ্যেই বলিউডজুড়ে কাঁপন ধরেছে। সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন বছরের সেরা ব্যবসায় সফল সিনেমা হতে যাচ্ছে সালমান ক্যাটরিনা অভিনীত ভারত সিনেমাটি। আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফলে ক্যাট ভারত সিনেমার প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।