চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারের কাছে ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সঙ্গে থাকা তার ছেলে আবু তালহা (১৫) আহত হন।

নিহত হাফিজুর রহমান উপজেলার নেহালপুর দোকানপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আবু তালহা জানান, সকালে তিনি বাবা হাফিজুর রহমানের সঙ্গে মোটরসাইকেল যোগে হিজলগাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা উভয়েই রাস্তার ওপরে ছিটকে পড়ে আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাইমা বাবাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকচালক ট্রাকটি ফেলে পালিয়ে গেছে। ট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.