পদ্মশ্রী ফিরিয়ে দিতে চাই: সাইফ

পদ্মশ্রী ফিরিয়ে দিতে চাই: সাইফ।

হ্যাঁ, ঠিক এমটাই বললেন বলিউড অভিনেতা সইফ আলি খান ৷ সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে পদ্মশ্রী নিয়ে প্রশ্ন উঠতেই সইফ আলি খানের সোজা জবাব, ‘পদ্মশ্রী ফিরিয়ে দিতে চাই আমি ৷’ তা হঠাৎ এরকমটি বললেন কেন সইফ ?
সম্প্রতি আরবাজ খানের চ্যাট শো পিনচে হাজির হয়েছিলেন সইফ আলি খান৷ সেখানে অভিনয় জীবন নিয়ে কথা উঠতেই সইফ আলি খান স্পষ্ট জানালেন পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা ৷
সইফ জানালেন, ‘আমার পদ্মশ্রী পাওয়া নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে নানারকম কথা হয় ৷ অনেকে তো লিখেছিলেন, যে ছেলের নাম রাখেন তৈমুর, যে কিনা রেস্তোরাঁয় মারপিট করে, সে কীভাবে পদ্মশ্রী পায় ! আমার সেক্রেড গেমের অভিনয়টা কেউ ভাবে না৷ তবে আমি মনে করি, আমার থেকে ঢের ভাল ভাল অভিনেতা রয়েছে, তাঁরাই পদ্মশ্রীর যোগ্য ৷’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.