ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোল সীমান্ত এলাকা থেকে সাতজন নারীসহ ২৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) যশোর ২৬-এর সদস্যরা।
শনিবার দুপুর ২টার দিকে তাদের যশোর কোট হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা নড়াইল, যশোর, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার অধিবাসী।
পোর্ট থানার উপপুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম রফিক এটি নিশ্চিত করেছেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি সদস্যরা তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করে বিজিবি