‘প্রেমিক-প্রেমিকার মতো আমরাও ছুটি কাটাতে গিয়েছিলাম’

‘প্রেমিক-প্রেমিকার মতো আমরাও ছুটি কাটাতে গিয়েছিলাম’

সাত বছর ধরে বলিউডে রয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। ২০১২ সালে করণ জোহার প্রযোজিত ও পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে তিনি এ জগতে এসেছিলেন। প্রথম ছবিতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন নায়িকা। কেরিয়ারের এই সাত বছরে বেশ কয়েকজন নামি পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন। পেয়েছেন সফলতা। জিতেছেন অনেক পুরস্কার।

গত বছরের শুরু থেকে বি টাউনে শোনা যাচ্ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন। সব জল্পনায় ইতি টেনে এক অনুষ্ঠানে নিজ মুখে রণবীরকে ‘ভালোবাসি’ বলে প্রেমের ঘোষণা দেন আলিয়া। রণবীরও স্বীকার করেন আলিয়ার সঙ্গে তার রোমান্টিক সম্পর্কের কথা। এরপর জল্পনা শুরু হয় তাদের বিয়ে নিয়ে। ক’দিন আগে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, রণবীরের বাবা ঋষি কাপুর নিউইয়র্ক থেকে সুস্থ হয়ে ফিরলেই এই জুটির বিয়ের সানাই বাজবে।

এদিকে এই জল্পনার মধ্যে ইউরোপে রওনা দেন রণবীর ও আলিয়া। এই ইউরোপ যাত্রা প্রসঙ্গে সবার জল্পনা, বিয়ের জন্য স্থান ঠিক করতেই ইউরোপ উড়ে গেছেন এই প্রেমিক জুটি। অনেকেই বলেন, রণবীর সিং আর দীপিকা পাড়–কোনের মতো লেক কোমোতেই বিয়ের আসর বসাতে চান আলিয়া।

তাদের বিয়ে নিয়ে এমন জল্পনা শুনে মুখ খুললেন ‘রাজি’ নায়িকা। এমন প্রশ্নে চটে গিয়ে আলিয়া বললেন, ‘এসব বাজে কথা। অন্যান্য প্রেমিক-প্রেমিকার মতো আমরাও ছুটি কাটাতে গিয়েছিলাম।’

এ বছর যে তাদের বিয়ের কোনো পরিকল্পনা নেই, তা তারা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন। সঙ্গে বলেছেন, ‘এসব জল্পনায় কান দেবেন না।’

আলিয়া ভাটের মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘কলঙ্গ’। করণ জোহারের ধর্মা প্রোডাকশন থেকে নির্মিত এই ছবিতে তার নায়ক ছিলেন বরুণ ধাওয়ান। বক্স অফিসে ‘কলঙ্ক’ সাড়া ফেলতে না পারলেও সেখানে প্রশংসিত আলিয়ার অভিনয়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। এখানে তার নায়ক প্রেমিক রণবীর কাপুর। এরপরই রয়েছে ‘সড়ক টু’। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ২৫ মার্চ মুক্তি পাবে এই ছবি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.