ফারুকির চলচ্চিত্রে বলিউড তারকা

666বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একজন জনপ্রিয় চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকি। তার আসন্ন ছবি ‘নো ম্যান্স ল্যান্ড’- এ অভিনয় করবেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

কয়েক মাস আগে বলিউডের অভিনেতা নওয়াজের সাথে দেখা করেন তিনি।

ফারুকি জানান, চিত্রনাট্য পড়ে তখনই রাজি হয়ে যান এই বলিউড অভিনেতা।

এই ছবিতে নওয়াজের সাথে স্ক্রিন শেয়ার করবেন হলিউড ও বাংলাদেশের দুই অভিনেত্রী। ভারত, আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে বেছে নেওয়া হবে বাকি কলাকুশলীদের।

‘নো ম্যান্স ল্যান্ড’- এ নিজস্ব পরিচয় নিয়ে সমস্যার গল্পের জাল বুনেছেন ফারুকি। এই ছবির বেশ কিছু অংশের শ্যুটিং হবে পুরনো কলকাতার অলিগলিতে। বাকি শ্যুটিং হবে নিউ ইয়র্কে।

বাংলাদেশে চলচ্চিত্র জগতে বিপ্লবের মূলে রয়েছেন এই তরুণ পরিচালক। খুব স্বল্প সময়ের মধ্যে ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র নির্মান করে তিনি জয় করেছেন হাজারো ভক্তের হ্নদয়। সিনেমায় আধুনিকতা বা বাস্তবতার দৃশ্যায়নে পুরস্কার জিতেছেন তিনি।

এখন পর্যন্ত ফারুকির পরিচালনায় পাঁচটি ছবি মুক্তি পেয়েছে।

ছবিগুলো হলো- ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর’, ‘টেলিভিশন’ এবং ‘পিঁপড়া বিদ্যা’।

২০১৩ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এনইটিপিএসি’ পুরস্কার পায় ‘টেলিভিশন’ ছবিটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.