ঢাকা : সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের অবিলম্বে বিচারের দাবি জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সাংবাদিক নেতারা আগামী সাতদিনের মধ্যে দোষীদের বিচারের আওতায় আনার আল্টিমেটাম দিয়েছে।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) এর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ এই দাবি জানানো হয়। ক্র্যাবের সভাপতি ইসারফ হোসেন ইসার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুজ্জামান খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ক্র্যাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আখতারুজ্জামান লাবলু, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন কাওসার, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মোমিন হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক উমর ফারুক আলহাদী, সাবেক অর্থ সম্পাদক মাহবুব আলম লাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক নিত্য গোপাল তুতু, ক্র্যাব এর সিনিয়র সদস্য আজাদ হোসেন সুমন, সন্তোষ কুমার মন্ডল প্রমুখ।
সমাবেশে বক্তরা নির্যাতন ও ঔদ্ধত আচরণকারী ওই পুলিশ সদস্য এবং কমর্কর্তাদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান। অন্যথায় পেশাদার সাংবাদিকদের সকল সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ক্র্যাব বৃহত্তর কর্মসূচী ঘোষনা করবে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ১৮ মে সোমবার দুপুরে রাজধানীর মগবাজার চৌরাস্তায় সাবেক অর্থ সম্পাদক মাহবুব আলম লাবলু, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিৎ সরকার এবং অফিসার্স ক্লাবের সামনে ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন কাওসার কে নাজেহাল ও হয়রানী করে পুলিশ। এছাড়া, গত ২০ মে বুধবার ফরিদপুরের পুলিশ সুপার ক্র্যাবের সিনিয়র সদস্য ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি পিনাকি দাস গুপ্ত-এর সঙ্গে মোবাইল ফোনে অসৌজন্যমূলক আচারণ করেন। এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব।