বিদেশে লোক পাঠানোর ব্যাপারে প্রশিক্ষিত আনসার ভিডিপি সদস্যদের জন্য ৩০ ভাগ কোটা সংরক্ষণ করা হবে। এছাড়া, আগামী রমজানের আগে যে ৫০ হাজার নারী শ্রমিককে সৌদি আরবে পাঠানো হবে, সেখানে যোগ্যতা অনুযায়ী আনসার ভিডিপি সদস্যরা যাওয়ার সুযোগ পাবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল শনিবার ফরিদপুরে আনসার ভিডিপির কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আনসার ভিডিপি সদস্যদের বেতন বাড়ানোর জন্য মন্ত্রিপরিষদে প্রস্তাব দেওয়া হবে এবং এ প্রস্তাব বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।