বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন চালু হবে : শাজাহান খাঁন

images_81803পঞ্চগড় : বাংলাদেশ সরকারের নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খাঁন বলেছেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন এ বছরই চালু করা হবে।

তিনি আরো বলেন, স্থলবন্দর চেয়ারম্যানকে প্রয়োজনীয় দিক নিদের্শনা দিয়েছি।তারা এব্যাপারে দ্রুত ব্যবস্থা নিবে।তিনি রোববার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বাংলাবান্ধা স্থলবন্দর বন্দর কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, কাস্টমস, বিজিবি, আমদানী-রপ্তানীকারক, সিএন্ডএফ এজেন্ট ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.