এভিয়েশন নিউজ: ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত উ উয়েন লুউইনকে ডেকে মায়ানমারের কড়া সমালোচনা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুই দেশের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা ও এক বিজিবি সদস্যকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে শনিবার সকালে দেশটির রাষ্ট্রদূতকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডেকে এই সমালোচনা করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে পদ্মায় আসেন মায়ানমারের রাষ্ট্রদূত। বৈঠক সূত্রে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মায়ানমারের রাষ্ট্রদূত শিকার করেন, তাদের কাছে এক বিজিবি সদস্যের লাশ রয়েছে।
চূড়ান্তভাবে ওই লাশ শনাক্তের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বৈঠক সূত্রে আরো জানা যায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মায়ানমারের রাষ্ট্রদূতকে হুঁশিয়ারি দিয়ে এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।