শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন পরিচালক মেহবুব খান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুককে বিমান বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অপরদিকে বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খানকে শাহজালাল বিমানবন্দরের নতুন পরিচালক নিয়োগ দিতে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) উইং কমান্ডার চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন। একই আদেশে তাকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিয়ে ফের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) পদে নিয়োগ দেয়া হয়েছে।
অপর আদেশে সিলেট মহানগর দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঞাকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন) নিয়োগ দেয়া হয়েছে।