শঙ্কায় নার্গিস ফাখরি

nargis_fakhri_dhaka_report_2336বলিউড অভিনেত্রী হিসেবে এরই মধ্যে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন আমেরিকান মডেল ও অভিনেত্রী নার্গিস ফাখরি। ক্যারিয়ারের প্রথম ছবি ‘রকস্টার’-এর মাধ্যমেই ব্যাপক আলোচনায় আসেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।

সম্প্রতি হলিউডের একটি ছবিতে কাজ করার কথা রয়েছে তার। তবে কাজ শুরু না হওয়ায় এ ছবির নামও এখন পর্যন্ত ঠিক হয়নি। এ নিয়ে তাই অনেকটা শঙ্কায় পড়েছেন নার্গিস।

জানা গেছে, বলিউডে সাবেক ক্রিকেট তারকা আজহার উদ্দিনের জীবনী নিয়ে ছবি নির্মাণ হবে। আর সেজন্য তার স্ত্রী সংগীতা বিজলানীর চরিত্রের জন্য একাধিক নায়িকাকে পছন্দের তালিকায় রেখেছিলেন প্রযোজক একতা কাপুর।

কারিনা কাপুরের অপারগতার পর সেই তালিকায় নাম ওঠে নার্গিসের। কয়েক দিন ধরে এ গুঞ্জনই ছড়িয়ে পড়ে। এ নিয়ে নার্গিসও খুব ফুরফুরে মেজাজে ছিলেন।

কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায়। অনেকটা নিশ্চিত হওয়ার পর এখন নার্গিসকে ছবিতে নেয়ার ব্যাপারে আপত্তি তোলেন প্রযোজক।

হলিউড ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলেই মূলত নার্গিসকে নিতে চাইছেন না। এসব শুনে ভেঙে পড়েছেন এ অভিনেত্রী। তবে সিদ্ধান্ত এখনও পাকা হয়নি।

এদিকে সব জল্পনার অবসান ঘটিয়ে হয়তো নার্গিসই সংগীতা বিজলানী হবেন এমন কথাও শোনা গেছে।

প্রায় দুই বছর বিরতি নিতে হয়েছিল নার্গিসকে। এরপর ২০১৩ সালে ফিরেন ‘মাদ্রাজ ক্যাফে’ ছবির মাধ্যমে। অবশ্য বিরতি দিলেও পারফরম্যান্সের দিক থেকে কিছুতেই পিছিয়ে পড়েননি তিনি।

সে ছবিতে অভিনয়ের কল্যাণে তুমুল আলোচনায় আসেন নার্গিস। এরপর ‘ম্যায় তেরা হিরো’-তে অভিনয় আর সালমানের ‘কিক’ ছবিতে আইটেম গানে পারফর্ম করে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.