ফিরছেন দিয়া মির্জা।
দীর্ঘ বিরতীর পর আবারও পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। তবে সিনেমা দিয়ে নয়, ওয়েব সিরিজের মাধ্যমে বলিউডে ক্যামব্যাক করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ওয়েব সিরিজটির নাম ‘কাফির’।
সত্য ঘটনা অবলম্বনে এই ওয়েব সিরিজটির ট্রেলার মুক্তি পেয়েছে মঙ্গলবার(২৮ মে)। ট্রেলারটির পুরো সময় জুড়ে দেখানো হয়েছে ভারতীয় এক নারী ও তার ছোট্ট মেয়ের পাকিস্তানের কাশ্মীরে জেলে আটকে থাকার এক হৃদয়বিদারক কাহিনী।
ভারতীয় সেই নারীর চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলবেন দিয়া মির্জা এবং তার বিপরীতে দেখা যাবে মোহিত রায়নাকে।
ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন সোনম নায়ের ও কাহিনী লিখেছেন ‘রাজি’ খ্যাত লেখক ভবানী আয়ার।
‘কাফির’ ওয়েব সিরিজটি মুক্তি পাবে আগামী ১৫ই জুন।