ঢাকা মাতাবেন শ্রেয়া

sayaবাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। আগামী ৫ই জুন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে ‘শ্রেয়া ঘোষালস নাইট’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন তিনি। এখানে সাড়ে তিন ঘণ্টাব্যাপী পারফর্ম করার কথা রয়েছে তার।

এ বিষয়ে বে এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোনালিসা খান হাসান জানান, এ কনসার্টে শ্রেয়ার পাশাপাশি গাইবেন জনপ্রিয় গায়ক হৃষিকেশ প্রমোদ রণদেবও। টিকিট সংগ্রহের বিনিময়ে সংগীতপ্রেমীরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

বিভিন্ন ক্যাটিগরির এ টিকিটের মূল্য রাখা হয়েছে ১০ হাজার, সাড়ে ৭ হাজার, ৫ হাজার ও সাড়ে ৩ হাজার টাকা।

অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে রাজধানীর সব স্বপ্ন সুপারশপ, আলমাস, নর্থ ওয়েস্ট এভিয়েশন, কাবাব ফ্যাক্টরি ও অ্যাবাকাস কনভেনশন সেন্টারের গুলশান, ধানমন্ডি ও উত্তরা শাখা, মান্যবর, ওয়েলফুড, আপন জুয়েলার্স, দ্য মিরেজ, মিন্ট, স্বপ্ন, ব্লকবাস্টার, সিনেপ্লেক্স, থার্টি থ্রি, দি ওয়েস্টিন ঢাকা, আই অ্যাম ঢাকা, ই-টিউনস, টিকিট চাই ডটকমসহ বিভিন্ন স্থানে।

উল্লেখ্য, বাঙালি মেয়ে শ্রেয়া ঘোষাল ভারতের জিটিভির ‘সা রে গা মা পা’ সংগীত প্রতিযোগিতা জয়ের মাধ্যমে গানের ভুবনে আসেন। ২০০২ সালে বলিউডের ‘দেবদাস’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তার প্লেব্যাকের অভিষেক হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.