সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

Agunএভিয়েশন নিউজ: সৌদি আরবের রিয়াদে সিফা সানাইয়া এলাকায় তিতাস সোফা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মধ্যে ৬ জনের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব খন্দকার শওকত হোসেন।

গতকাল শুক্রবার বিকেলে ৪টা ২০ মিনিটে লাশগুলো হস্তান্তর করা হয়। এর আগে বেলা ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৪৪০ উড়োজাহাজে লাশগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। লাশ হস্তান্তরের সময় বিমানবন্দরে আসা স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্নায় সেখানকার পরিবেশ ভারি হয়ে ওঠে।

যাদের লাশ পৌঁছেছে তারা হলেন মতিউর রহমান, মো. জালাল, মো. সেলিম, শাহ আলম, খুরশেদ (আক্কাস) ও জাকির হোসেন।
যাদের লাশ এখনো বাংলাদেশে পৌঁছায়নি তারা হলেন গাফফার, বাহউদ্দিন ও নাজির হোসেন। এদের লাশ আনার জন্য সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

লাশগুলো বিমানবন্দরে পৌঁছানোর পর নিহতদের পরিবারের কাছে ওয়েজ আর্নার্স কল্যাণ বন্ডের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে লাশ বহন ও দাফনের জন্য দেয়া হয়। এ ছাড়া পরবর্তী ধাপে প্রতি পরিবারকে ৩ লাখ টাকা করে দেয়া হবে বলেও জানান সচিব।

অগ্নিকাণ্ডে নিহত বাকি ৩ জনের লাশ আগামী মঙ্গলবার ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সচিব (শ্রম) মিজানুর রহমান। বিকেলে বিমানবন্দরে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। গত ১৩ মে সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.