‘খালেদাকে নিয়ে রাজনীতি করছে বিএনপি’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির নেতাদের রাজনীতি না করার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে, কিন্তু তারা (বিএনপি নেতারা) ভিন্ন কথা বলছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে তথা আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদাকে নিয়ে রাজনীতি করছেন তারা।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ঈদযাত্রা নিয়ে প্রস্তুতি সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘তারা একদিকে সরকারকে মানে না, অন্যদিকে পার্লামেন্টে যোগ দিয়েছে। এমনকি সংরক্ষিত মহিলা আসনেও তাদের সংসদ সদস্য শপথ নিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি কীভাবে হবে এটি আইনি প্রক্রিয়া। এখন বিএনপি তাকে মুক্ত করার শপথ নিতেই পারে।’
ঈদযাত্রা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নতুন সেতু নির্মিত হওয়ায় এবার ঢাকা থেকে চট্টগ্রাম ও গাজীপুর হয়ে উত্তরবঙ্গে যাওয়ার পথে অন্যবারের তুলনায় ভোগান্তি কম হবে।