এভিয়েশন নিউজ: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গতকাল শুক্রবার সকালে শারজাহগামী এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের ৪৪ মিনিট পরে পুনরায় বিমান বন্দরে অবতরণ করেছে।
১৩৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি এভাবে ফিরে আসায় বিমান বন্দরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
বিমান বন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক এ বিমানে এয়ারকুলার সিস্টেমে (শীতাতপ যন্ত্র) ত্রুটি দেখা দেয়ায় পুনরায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরে আসে।
অপর একটি সূত্র জানায়, ১০ হাজার মিটার উপরে উঠার পর পাইলট বিমানের কেবিনে ‘প্রেশারাইজেশন’ সমস্যা দেখতে পান। ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে।
একারণে কেবিনের ভেতর বায়ুচাপ স্বাভাবিক রাখতে হয়। কিন্তু ওই সমস্যার কারণে তা স্বাভাবিক ছিল না। তাই বিমানটি জরুরি অবতরণ করে। ত্রুটি সারিয়ে নেয়ার পর এটি যথারীতি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।