বিয়েতে বিশ্বাস করি নাঃ সালমান খান

বিয়েতে বিশ্বাস করি নাঃ সালমান খান।

কবে বিয়ে করছেন—জীবনে সম্ভবত এই প্রশ্নের সম্মুখীন সবচেয়ে বেশিবার হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। বয়স পঞ্চাশ পার হলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি বলিউডের এই মোস্ট এলিজিবল ব্যাচেলর।
সম্প্রতি বোম্বে টাইমসে দেয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে কথা বলেছেন সালমান খান। বজরঙ্গি ভাইজান অভিনেতা বলেন, ‘বিয়েতে বিশ্বাস করি না। আমি মনে করি এটি বিলুপ্ত হতে চলা একটি প্রথা। আমি এতে একদমই বিশ্বাস করি না। একসঙ্গে থাকা? হ্যাঁ।’

এদিকে অনেকদিন থেকেই শোনা যাচ্ছে, বিয়ে না করলেও সন্তান নিতে আগ্রহী সালমান। তবে কবে নাগাদ এই খুশির খবর ভক্তদের দিবেন তা জানাননি তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন সময় তখনই হবে।’

সালমান অভিনীত পরবর্তী সিনেমা ভারত। বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। এতে আরো অভিনয় করেছেন—জ্যাকি শ্রফ, ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার, দিশা পাটানি প্রমুখ। ঈদুল ফিতর উপলক্ষে ৫ জুন সিনেমাটি মুক্তি পাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.