ভারতের প্রধানমন্ত্রী হতে চান প্রিয়াঙ্কা চোপড়া

ভারতের প্রধানমন্ত্রী হতে চান প্রিয়াঙ্কা চোপড়া।

মডেলিং থেকে অভিনয়-সব ক্ষেত্রেই দাপিয়ে বেড়িয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন, তারপর অভিনেত্রী হিসাবে বলিউডে অভিষেক পিগি চপসের। বর্তমানে হলিউডেও অভিনেত্রী হিসেবে যথেষ্ঠ পরিচিতি অর্জন করেছেন তিনি।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসেডর’হিসেবেও কাজ করছেন বহুদিন হলো। এবার রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করে বসলেন নিক জোনাস ঘরণী।
সম্প্রতি, ব্রিটেনের প্রভাবশালী দৈনিক সানডে টাইমসের মুখোমুখি হন প্রিয়াঙ্কা। সেখানে নিজের রাজনৈতিক দর্শন নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। তিনি বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে দেখতে চাই।’

নিজেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখার পাশাপাশি নিককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবেও দেখতে ‘মেরি কম’ খ্যাত এই অভিনেত্রী। প্রিয়াঙ্কা বলেন, ‘নিক যেহেতু আমেরিকান, তাই ওকে মার্কিন প্রেসিডেন্টের আসনে দেখতে চাই।’

অভিনেত্রী পাশাপাশি এ-ও বলেন, ‘যদিও রাজনীতির সঙ্গে যুক্ত কোনো কিছুই আমার বিশেষ পছন্দ নয়, তবে আমি এতটুকু নিশ্চিত আমি আর নিক দুজনে মিলে পরিবর্তন আনতে পারব। কোনো কিছুতেই কখনো না বলতে নেই।’

তবে প্রিয়াঙ্কা মজা করে কথাগুলো বললেও সত্যিই তিনি রাজনীতিতে আসতে চান কিনা তা অবশ্য স্পষ্ট নয়।

কয়েক বছর আগে বার্লিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রিয়াঙ্কা। দিল্লিতে তাদের বিয়ের অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন মোদি। এর বাইরে কোনো রাজনৈতিক অনুষ্ঠান বা মঞ্চে কখনো দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। এমনকি রাজনীতি নিয়ে বিশেষ আলোচনাতেও থাকেন না এই অভিনেত্রী। তবে সানডে টাইমসকে প্রিয়াঙ্কা বলেছেন, ‘এটা সত্যি যে রাজনীতির সঙ্গে যুক্ত কোনো কিছু আমি পছন্দ করি না। কিন্তু আমরা দুজনই পরিবর্তন চাই।’

তিনি নারীবাদী এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন। কোনো কিছু প্রকাশ করতে ভয় পান না বলেও জানান কোয়ান্টিকোখ্যাত এই অভিনেত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.