বিপুল ভেজাল কসমেটিকস জব্দ: ২ জনের জেল-জরিমানা

atok_ha13পুরানো ঢাকার চকবাজার থেকে বিপুল পরিমান ভেজাল কসমেটিক্স জব্দ করেছে র‌্যাব। ভেজাল কসমেটিক্স তৈরি ও বিক্রির দায়ে র‌্যাবের ভ্রাম্যমান আদালত ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন।

দন্ডপ্রাপ্তরা হলো- ভেজাল কারখানার মালিক ইয়াসিন ও ম্যানেজার শাকিল। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সোমবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আতিকুল হক প্রধান জানান, সকাল ৯টায় দুপুর পর্যন্ত চকবাজারের বারহাজার গলির ১০৫/১ হোল্ডিংয়ে একটি কসমেটিক্স কারাখায় অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায়- বিভিন্ন কইন্টেইনার ও প্যাকে বিদেশী ব্রান্ডের নাম লেখা।

তাতে বিশেষ কায়দায় বিভিন্ন তরল কসমেটিক্স ঢোকানো হচ্ছে। যা সহজে ক্রেতারা ভেজাল বলে ধরতে পারবেন না। এরমধ্যে রয়েছে ইউনিলিভার ব্র্যান্ডের শ্যাম্পু সানসিল্ক, ডোভ, কিয়ার,প্যানটিন ও হেড এন্ড সোলডার।

এছাড়াও ফেস ওয়াস হিমালয়া এবং বডি স্প্রে ফগ, এডিডাস,ইগো এর মোড়ক ব্যবহার করে ভেজাল পণ্য করছে।

এসব ভেজাল ও নিম্নমানের শ্যাম্পু, ফ্রেস ওয়াস ও বডি স্প্রে ব্যবহার করার ফলে চুল পড়া, বিভিন্ন প্রকার চর্ম রোগসহ স্বাস্থ্য ঝুকির মধ্যে পড়ছে মানুষ।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ভেজাল কারখানার মালিক ইয়াসিন ও ম্যানেজার শাকিলকে আটক করা হয়। এরপর তারা র‌্যাবের ভ্রাম্যমান আদালতের কাছে দোষ স্বীকার করেন।

আদালত ইয়াসিনকে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দেন। একইসঙ্গে ম্যানেজার শাকিলকে ৬ মাসের কারাদন্ড দেন। জব্দকৃত বিপুল পরিমান কসমেটিক্স বাজেয়াপ্ত করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.