ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে ভূমিধসের পর একটি নদীর গতিপথ অবরুদ্ধে হয়ে পড়ায় বন্যার আশঙ্কায় অঞ্চলটির হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালাতে শুরু করেছেন।
রোববার এ তথ্য জানান স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।
গত শনিবার গভীর রাতে সৃষ্ট ভূমিধসে মিয়াগদি জেলার কালী গান্দাকি নদীর গতিপথ কাদামাটি ও পাথরের কারণে অবরুদ্ধ হয়ে পড়ায় নদীতে পানির উচ্চতা প্রায় দেড়শ’ মিটার বেড়ে যায় বলে জানান স্থানীয় কর্মকর্তারা।
সরকারিভাবে শতাধিক মানুষকে বন্যার আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় এবং অন্যান্য গ্রামের বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরিয়ে নেয়ার পরিস্থিতি সৃষ্টি না হলেও সেসব গ্রামের বাসিন্দারা নিজ উদ্যোগের গ্রাম ছাড়ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধাকাল জানান, দিনের বেলায় নতুন করে সৃষ্ট ভূমিধসে দুই কিলোমিটার দীর্ঘ কৃত্রিম হ্রদটিতে আরো ময়লা-আবর্জনা ও কাদামাটি পড়ায় বাঁধ উপচে পানি বইতে শুরু করে সেখানে।