সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিক নিহত।
সাভারে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের মজিদপুর এলাকার জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘরে।
পরে তাদের লাশ উদ্ধার করে সাভার ফায়ার সার্ভিস। সাভার ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল থেকে ওই নির্মাণাধীন ভবনে পাঁচজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন।
এ সময় একজন সেপটিক ট্যাংকি থেকে একটি বাঁশ উঠাতে গেলে সে ট্যাংকির মধ্যে পড়ে যান। এ সময় আরেক শ্রমিক তাকে উদ্ধারে ট্যাংকিতে নামলে তিনিও ডুবে যান।
পরে অন্য শ্রমিকরা সাভার ফায়ার সার্ভিসে খবর দেন। সাভার ফায়ার সার্ভিস সন্ধ্যায় সেপটিক ট্যাংক থেকে দু’জনের লাশ উদ্ধার করে।
এ ঘটনার পর থেকে কাজ করা অন্য তিন নির্মাণ শ্রমিক ও বাড়িওয়ালা পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। নিহত শ্রমিকদ্বয়ের নাম পরিচয় জনা যায়নি।