প্রথম প্রান্তিকে ইতিবাচক প্রবৃদ্ধির ঘোষণা দিলো এয়ার সার্বিয়া

AIR-SERBIA_Air_Hostএভিয়েশন নিউজ: ২০১৩ সালের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (প্রথম তিন মাসে) মোট যাত্রী সংখ্যা ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬৪,৯২৪ তে পৌঁছানোর পাশাপাশি কার্যক্রম উন্নয়নের ঘোষণা দিলো সার্বিয়ার ন্যাশনাল এয়ারলাইন এয়ার সার্বিয়া। ২০১৪ সালের প্রথম তিন মাসে এয়ারলাইনটির যাত্রী বহন ক্ষমতা ৯৩ শতাংশ বেড়ে যাওয়ার ফলে আয় বৃদ্ধি পেয়েছে ৪৭ শতাংশ।

এই একই সময়ের মধ্যে এয়ার সার্বিয়ার বিমান বহরে যুক্ত হয়েছে আরো তিনটি এয়ারবাস এয়ারক্রাফ্ট- এর মধ্যে দুটি এ৩১৯ এবং একটি এ৩২০। লক্ষ্যনীয় বিষয় যে, ইতিহাদ এয়ারওয়েজের গ্লোবাল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে এয়ারলাইনটির যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে পুরো নেটওয়ার্ক জুড়ে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এয়ার সার্বিয়ার চীফ এক্সিকিউটিভ অফিসার মিঃ ডেন কনডিক বলেন- “যাত্রা শুরুর ছয় মাসের মধ্যেই এয়ার সার্বিয়া তার শক্ত ভিত গড়ে তুলতে সক্ষম হয়েছিল এবং ২০১৪ সালেও সেই একই ধারাবাহিকতা বজায় রেখেছে। যাত্রী রিভিনিউ বৃদ্ধি ছাড়াও, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্গো রিভিনিউ-তেও প্রবৃদ্ধি ঘটেছে। যা ব্যবসায়িক ভিতকে আরো বেশি স্থায়িত্ব প্রদান করবে বলে আমি আশা করছি।”

গতবছরের তুলনায় এবছরের প্রথম তিন মাসে কার্গো ক্ষমতা ১৭৫ টন থেকে ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এয়ারলাইনটির স¤প্রসারিত নেটওয়ার্ক, নির্ভরযোগ্য উন্নয়ন এবং কার্গো ক্ষমতা কার্যকরভাবে গ্রাহকের কাছে বাজারজাত করা হয়েছে এবছর।

২০১৪ সালের প্রথম তিন মাসে বেলগ্রেড থেকে আমস্টারডাম, স্টকহোম, ব্যাঞ্জা লুকা, মিলান, ডাজেলডোর্ফ, স্টুটগার্ট, ফ্রাংকফুর্ট এবং বার্লিন-এর এয়ার সার্বিয়া ফ্লাইটের কোডশেয়ার চুক্তি চূড়ান্ত করে ইতিহাদ এয়ারওয়েজ।

বিশ্ব খ্যাত ট্রাভেল কোম্পানি ডারউইন এয়ারলাইন, জেট এয়ারওয়েজ, বুলগেরিয়া এয়ার, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন এবং এসটিএ ট্রাভেল কর্তৃক পরিচালিত ইতিহাদ রিজিওনাল-এর সাথে বাণিজ্যিক টিকিটের চুক্তি প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত হয়েছে এয়ার সার্বিয়ার বিক্রয় এবং বন্টন ক্ষমতা। এছাড়াও, এক্সপেডিয়া এবং লাস্ট মিনিট সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ গ্লোবাল অনলাইন ট্রাভেল এজেন্টের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছে এয়ার সার্বিয়া।

মিঃ ডেন কনডিক আরো বলেন যে, সার্বিয়া সরকার এবং ইতিহাদ এয়ারওয়েজের সহযোগী শেয়ারহোল্ডার ও পার্টনাররা এয়ার সার্বিয়ার সাফল্যে ব্যাপক অবদান রেখেছে। বিভিন্নভাবে এবং একসাথে এয়ারলাইনটির সাফল্যের চালিকাশক্তি হিসেবে কাজ করেছে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.