ফুটবলার নাদিরকে কুপিয়ে হত্যা

nadirনরসিংদী জেলার পলাশ উপজেলায় নাদির হোসেন (৩৫) নামের জাতীয় দলের এক সাবেক ফুটবলারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বাবা কামরুল ইসলাম (৬০) আহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরণগরদী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান গাজী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। রাত ১০টার দিকে তিনি খবর পান ঢাকার একটি হাসপাতালে নেয়ার পর নাদের মারা গেছেন।

আহত কামরুল ইসলাম বলেন, “পলাশ থানার কৃষক লীগের সভাপতি সুলতান উদ্দিন মুহুরী তার ছেলেদের নিয়ে আমাকে বাজারে মারধর শুরু করেন। এ সময় পাশের মাঠে আমার ছেলে নাদের হোসেন ফুটবল খেলছিলেন। বাবার চিৎকার শুনে নাদির ছুটে আসেন।”

তিনি আরো বলেন, “মুহুরীর ছেলেরা নাদিরকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।”

নাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “হত্যাকারীদের সম্পর্কে এলাকার মানুষের ধারণা আগে থেকেই ভালো ছিল না। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহত নাদের হোসেন ঢাকার আরামবাগ ক্রীড়া সংসদের সাবেক ফুটবলার ছিলেন বলে জানান ওসি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.