বরিশালে বিমানের যাত্রীদের জন্য গাড়ির ব্যবস্থা হচ্ছে

bbmbবিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার যাত্রীদের জন্য বরিশাল মহানগরী থেকে বিমানবন্দরে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করতে যাচ্ছে। আজকের বিকেলের ফাইটের যাত্রীরাই এ সুবিধা পাবেন।

অনেক আগে থেকেই বরিশাল বিমানবন্দরে আনা-নেয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করার দাবি ছিল যাত্রীদের। গত ৮ এপ্রিল বরিশাল রুটে বিমানের ফাইট উদ্বোধনী অনুষ্ঠানে বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল জ্যাকবও এ দাবির কথা উল্লেখ করেছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সামনে। বিমানমন্ত্রী বরিশাল রুটে পর্যায়ক্রমে সপ্তাহে পাঁচটি ফাইটসহ যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সম্ভব সব কিছু করার আশ্বাস দিয়েছিলেন।

বরিশাল মহানগরী থেকে ১৫ কিলোমিটার দূরে বিমানবন্দরে যাতায়াত করতে বিমান নির্ধারিত মিনিবাসে ১০০ টাকা ভাড়া দিতে হবে সব যাত্রীকে। এরপরও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ যাত্রীরা। কারণ বিমানবন্দরে যাতায়াতের কোনো নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় এতদিন যাত্রীদের দুর্ভোগে পড়তে হতো। পাশাপাশি অনেক বেশি ভাড়ায় টেম্পো, ইজিবাইক বা থ্রিহুইলারে যাতায়াত করতে গিয়ে নাকালও হতে হয়েছে যাত্রীদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.