বিদেশিরা ক্রেডিট কার্ডে কিনতে পারবেন বিমানের টিকিট।
বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা তাদের নিজ দেশের ক্রেডিট কার্ড দিয়ে বিমান ও জাহাজের টিকিট কাটতে পারবেন। গত বুধবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সূত্র জানায়, আগে থেকেই এই সুযোগ ছিল। কিন্তু বর্তমানে ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করা যাবে কিনা তা অস্পষ্ট ছিল। এজন্য বিষয়টি স্পষ্ট করে সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশিরা অনলাইনে দেশীয় মুদ্রায় টিকিটের মূল্য পরিশোধ করবেন। বিদেশিরা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলারে এই মূল্য পরিশোধ করতে পারবেন।