‘হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি অবৈধ দল’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি একটি অবৈধ দল। সেই অবৈধ দল হয়ে সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ বলে। এটা ইতিহাস বিকৃতি, এই ইতিহাস বেশি দিন টিকবে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এমএ হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বরণসভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার কখনও আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। খালেদা জিয়ার মামলায় সরকার যদি হস্তক্ষেপ করত, তাহলে তিনি যেগুলোতে জামিন পেয়েছেন সেই মামলাগুলোতেও জামিন পেতেন না।
দেশের আইন ও আদালত সঠিকভাবে কাজ করছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে বলব- এসব মিথ্যাচার না ছড়িয়ে আপনাদের আইনজীবীদের মধ্যে যে প্রতিযোগিতা আছে তা ঠিক করে আরও শক্তিশালী হোন।
বিএনপির রাজনীতি মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত দাবি করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি শুধু মিথ্যাচার নয়, তাদের জন্মটাই হয়েছে অবৈধভাবে।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে শপথ নিয়েছে। তারপর সংসদে দাঁড়িয়ে মহিলা এমপি হয়ে সংসদকে অবৈধ বলে, নিজেরা যে অবৈধ এটা সংসদে দাঁড়িয়ে তারা ঘোষণা করছে। এই কথাগুলো মানুষ এখন আর ভালোভাবে নেয় না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.