বালু দিয়ে হোটেল সুন্দরবন রক্ষার চেষ্টা

110235_1_82125ঢাকা: কারওয়ান বাজারের সুন্দরবন হোটেলের বেজমেন্টের কিছু অংশ ধসে যাওয়ার ফলে পাশের দেবে যাওয়া সড়ক ও আশপাশের স্থানে বালু দিয়ে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ডিএসসিসি।

বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সেখানে ট্রাকে করে বালু এনে ফেলতে দেখা যায়।

সেখানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী বলেছেন, এতে আরো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে রক্ষা পাওয়া যাবে।

এর আগে সকালে সুন্দরবন হোটেলের পাশে নির্মাণাধীন ভবনের জন্য খোঁড়া গর্তের কারণে পাশের একটি রাস্তা পুরোপুরি দেবে যায়। এতে সুন্দরবন হোটেলের সীমানাপ্রাচীর ও বীর উত্তম সি আর দত্ত সড়কের একাংশও ধসে পড়ে।

এরপর বিকেল ৪টার দিকে দেবে যাওয়া সীমানাপ্রাচীর সংলগ্ন সুন্দরবন হোটেলের বেজমেন্টের কিছুটা ভেঙে পড়ে। তবে ভবনটির মূল পিলারগুলোর কিছু হয়নি। এ ছাড়া দুপুরের পর ধসে যাওয়া স্থানগুলোতে বস্তায় ভরে বালু ফেলা হলেও দুপুরের পর থেকে ট্রাকভর্তি বালু এনে সরাসরি ফেলা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঘটনাস্থল পরিদর্শনে আসা ডিএসসিসির প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতি থেকে তাদের মনে হচ্ছে না যে হোটেল ভবনটি ধসে পড়তে পারে। দেবে যাওয়া অংশে দ্রুত বালু ফেলার কাজ চলছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীত অভিজ্ঞতা দেখে বলা যায়, এতে আশপাশের রাস্তা ও ভবনকে রক্ষা করা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.