শাহজালালে বিদেশি ওষুধ সিগারেট ও স্বর্ণ জব্দ

airp9oহযরত শাহজালাল বিমানবন্দর থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক কর্মকর্তারা। এছাড়া ৩০০ গ্রাম স্বর্ণ ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ (এএপি)। গতকাল দুপুরে এই ওষুধ, স্বর্ণ ও সিগারেট জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান জানান, গতকাল দুপুরে এমিরেটস এয়ার লাইন্সের ইকে-৫৮৪ নম্বর ফ্লাইটে তুরস্ক থেকে কুরিয়ারে দুটি চালান আসে। মিথ্যা ঘোষণা দিয়ে মতিঝিলের একটি প্রতিষ্ঠানের নামে আসা চালান দুটি হস্তান্তর করার চেষ্টা করা হয়েছিল। পরে দুপুর আড়াইটার দিকে রানওয়ের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ও কুরিয়ার ফটক (গেট) থেকে একটি চালান আটক করে জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে পাচারকারীরা অভিযান টের পেয়ে চালান দুটি ফেলে যায়। জব্দ করা এই ওষুধগুলো ক্যান্সার ও অস্বাভাবিক উচ্চ রক্তচাপের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় বলে জানান এ কর্মকর্তা। জব্দ করা ওষুধের মূল্য প্রায় আড়াই কোটি টাকা। যে প্রতিষ্ঠানের নামে ওষুধগুলো আনা হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে এএপি’র সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০৮৭ নম্বর ফ্লাইটে করে ঢাকায় আসেন নারায়ণগঞ্জের নুরে আলম। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার লাগেজে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে ৩০০ গ্রাম স্বর্ণ ও ১০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এছাড়া একই ফ্লাইটে আসা আবদুর রহিমের কাছ থেকেও আরো ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। তবে কর দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান আলমগীর হোসেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.