১৯৪ জন যাত্রী নিয়ে সম্প্রতি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমান আকাশে ওড়ার পর মাঝপথে সাময়িকভাবে দুটি ইঞ্জিনই বিকল হয়ে যাওয়ার ঘটনার তদন্ত চলছে। গত শনিবার রাতে ফ্লাইট এসকিউ৮৩৬ বিমানটি সিঙ্গাপুর থেকে সাংহাই যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে এ অবস্থার সৃষ্টি হয়।
সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ গতকাল বুধবার জানায়, উড্ডয়নের পর মধ্য আকাশে এয়ারবাস এ৩৩০-৩০০ মডেলের বিমানটির দুটি ইঞ্জিনই সাময়িকভাবে বিকল হয়ে যায়। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর বিমানটি ১৩ হাজার ফুট নেমে গিয়েছিল। কিন্তু বিমানের পাইলট পুনরায় ইঞ্জিন চালু করতে সক্ষম হন এবং ১৯৪ জন আরোহী নিয়ে নিরাপদে গন্তব্যে অবতরণ করেন। এ ঘটনার পর প্রাথমিক পরীক্ষায় ইঞ্জিনগুলোতে কোনো অস্বাভাবিকতা খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।
ইঞ্জিনগুলোর নির্মাণকারী প্রতিষ্ঠান রোলস-রয়েস এবং বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস বর্তমানে বিষয়টির তদন্তে সিঙ্গাপুর এয়ারলাইনসের সঙ্গে কাজ করছে।
বিমান পরিবহন খাতে উড়োজাহাজের দুটি ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যাওয়ার ঘটনাকে বিরল যান্ত্রিক ত্রুটি হিসেবে গণ্য করা হয়ে থাকে। তবে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে তাৎক্ষণিক কী করণীয়, সে বিষয়েও পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।