কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে তিন মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ার খলিলুর রহমান (৩৭), টেকনাফ উপজেলার হারিয়াখালীর সুলতান আহমদের ছেলে আবদুস সামাদ (৩৩) ও আবদুল হামিদ (২৮)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার হারিয়াখালী এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মানবপাচারকারী দলের সদস্য আবদুস সামাদ ও আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজার গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমন কান্তি চৌধুরী জানান, উখিয়ার লম্বরী পাড়া থেকে মানবপাচারের শিকার ব্যক্তিদের ক্ষুব্ধ স্বজনরা পাচারকারী খলিলুর রহমানকে গ্রেপ্তার করে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করে।