কক্সবাজারে ৩ মানবপাচারকারী গ্রেপ্তার

CoxsBazar_District_Map_Bangladeshকক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে তিন মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ার খলিলুর রহমান (৩৭), টেকনাফ উপজেলার হারিয়াখালীর সুলতান আহমদের ছেলে আবদুস সামাদ (৩৩) ও আবদুল হামিদ (২৮)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার হারিয়াখালী এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মানবপাচারকারী দলের সদস্য আবদুস সামাদ ও আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমন কান্তি চৌধুরী জানান, উখিয়ার লম্বরী পাড়া থেকে মানবপাচারের শিকার ব্যক্তিদের ক্ষুব্ধ স্বজনরা পাচারকারী খলিলুর রহমানকে গ্রেপ্তার করে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.