মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ২০

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ২০।

চট্টগ্রামের পটিয়ায় একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পটিয়া পৌরসভার পিটিআই ট্রেনিং সেন্টারের সামনে মাইক্রোবাসটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত সবাই ওই মাইক্রোবাসের যাত্রী। দগ্ধদের মধ্যে ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে একটি মাইক্রোবাস পটিয়া পৌরসভার পিটিআই এলাকায় এলে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে মাইক্রোবাসটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধদের পটিয়া হাসপাতালে নিয়ে যায়। এরপর এদের মধ্যে ১৭ জনের অবস্থা আরও আশংকাজনক হতে থাকলে তাদের চমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আহতদের সবাই সাতকানিয়ার বাসিন্দা বলে জানিয়েছেন পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।
তারা জানান, চট্টগ্রাম বিমানবন্দরে এক প্রবাসীকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিল দুর্ঘটনা কবলিতরা।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর বলেন, রাত সাড়ে ১১টায় ১৭জন দগ্ধ রোগী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের কয়েকজনের শরীরের ২৫ শতাংশের বেশি পুড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.