লতিফ সিদ্দিকীকে মুক্তি দিলেই লাগাতার কর্মসূচি

Hefajote-Islam-ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আটক আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা হেফাজতে ইসলাম।

বুধবার দুপুরে শহরের টি.এ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে জেলা হেফাজতে ইসলামের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সরকার আগামী ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে তাকে খুশি করার জন্য লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে। কিন্তু, লতিফ সিদ্দিকীকে কারাগার থেকে যেদিন মুক্তি দেওয়া হবে সেদিন থেকেই সারা বাংলাদেশে লাগাতার হরতাল কর্মসূচি পালন করা হবে।

জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি এনামুল হাসান, জেলা হেফাজতে ইসলামের নেতা মাওলানা রুমন হাবিবী, মুফতি আবদুল ওয়াহাব, মাওলানা আবদুল হক প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.