ঢাকা: পহেলা জুন থেকে রাজধানীর রাস্তা ও ফুটপাত দখল মুক্ত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১১টায় রাজধানীর গুলিস্থানে দক্ষিণ সিটি করপোরেশনের সেমিনার কক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ষষ্ঠ সভায় তিনি এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘ক্লিন ঢাকা গ্রিণ ঢাকা’ এর আওতায় রাজধানীর দক্ষিণে গুলিস্থান এলাকার রাস্তা ও ফুটপাত অবৈধ দখল মুক্তের কাজ শুরু হবে ১ জুন এবং উত্তরে ফার্মগেট এলাকার এ কার্যক্রম শুরু হবে ১ জুলাই থেকে। এতে যানজট নিরসন সম্ভব না হলেও কিছুটা নিয়ন্ত্রণে আসবে।
সভায় রাজধানীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন।
এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফুটপাতে যারা ব্যবসা করেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে হঠাৎ করে তাদের উঠিয়ে দেওয়া যাবে না। তাদের সেখান থেকে ধীরে ধীরে স্থানান্তর করে দখলমুক্ত করা হবে।
রাজধানীকে যানজট মুক্ত করতে সমন্বিত পদক্ষেপ জরুরি বলেও মন্তব্য করেন মন্ত্রী।
পর্যায়ক্রমে রাজধানীর দুই সিটি করপোরেশনের সকল এলাকায় রাস্তা ও ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে আমরা এই পদক্ষেপ হাতে নিয়েছি। এটি করতে পারলে রাজধানীর যানজট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, এ অভিযান পরিচালনার সময় সিটি করপোরেশন যাদের সঙ্গে নিতে চান তাদের নিয়ে এ অভিযান পরিচালনা করতে পারবে। এ অভিযান পরিচালনার দায়িত্ব সিটি করপোরেশনের।
এ উদ্যোগ প্রিয় আর অপ্রিয় যেটাই হোক না কেন, নগরীকে সুন্দর করে সাজাতে হলে কঠোর উদ্যোগ নিতে হবেই। পরবর্তীতে নগরবাসী একটি সুন্দর ও সবুজময় শহর পাবে- বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন।
সাঈদ খোকন বলেন, রাজধানীর গুলিস্তান হলো দক্ষিণ সিটি করপোরেশনের প্রাণকেন্দ্র। কিন্তু গুলিস্তানের রাস্তা, ফুটপাত ও ফ্লাইওভারের নিচ অংশ পুরো অবৈধ দখলদারদের কবলে।
তিনি বলেন, সংস্থা থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও সেটা স্থায়ী হয় না। অবৈধ দখলবাজরা যাতে আবার দখল করতে না পারে সেজন্য স্থায়ী সমাধান প্রয়োজন।
‘দখলদারদের পেছনে অদৃশ্য একটি হাত আছে’ মন্তব্য করে উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, রাস্তা ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করে লাভ হচ্ছে না। তারা আবারও জেঁকে বসে।
এদের শক্তি কোথায় তা জানতে হবে। এবিষয়ে সবাইকে সমন্বিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ডা. মো. এনামুর রহমান, বেগম সাগুফতা ইয়াসমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি, গাজীপুর সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এম সিদ্দিক, ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ প্রমুখ।