সিসিইউতে হুসেইন মুহাম্মদ এরশাদ।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে।
জাতীয় পার্টির একাধিক নেতা এ তথ্য জানিয়ে বলেছেন, এরশাদ এমনিতেই শারীরিকভাবে অসুস্থ। এর মধ্যে তার জ্বর এসেছে।
সবমিলিয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটনায় বুধবার সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।
সূত্র জানায়, শরীরে জ্বর থাকায় ভীষণ দুর্বল বোধ করছিলেন এরশাদ। তার শরীর কাঁপছিল। সে কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।
গত বছরের শেষের দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এরশাদ। অসুস্থতার কারণে জাতীয় নির্বাচনের প্রচারণাতেও অংশ নিতে পারেননি তিনি। ওই অবস্থাতেই ১২ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার জন্য’ সিঙ্গাপুরে যান এরশাদ। পরে নির্বাচনে জয়লাভের পর দেশে ফিরে শপথ নেন তিনি।