ময়মনসিংহে জুতার সোলে ৩ হাজার ইয়াবা।
জুতার সোলের ভেতরে অভিনব কায়দায় বহনের সময় তিন হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন, মাদক ব্যবসায়ী হাবিবুল ইসলাম ওরফে আসিফ (৩০), নাসরিন আক্তার (৪০) ও চায়না বেগম (৫০)।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, নগরীর বাইপাস এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক বেচা কেনা করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের ওসি (তদন্ত) ফারুক আহম্মেদ ও এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে মাদকবিরোধী অভিযান চালায়। সেখান থেকে মাদক ব্যবসায়ী হাবিবুল ইসলাম ওরফে আসিফকে ৬শ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে ব্যাপক জিঞ্জাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় এলাকার একটি খাবার হোটেলের সামনে থেকে আরও দুই নারীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ব্যাপক তল্লাশি ও জিজ্ঞাসাবাদে জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ২ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, আটকরা এ অঞ্চলের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।