সুন্দরবন হোটেলের দেয়াল ধস; পান্থপথে যান বন্ধ

zzz34ঢাকা: রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন সিআর দত্ত সড়কের পাশে অবস্থিত সুন্দরবন আবাসিক হোটেলের উত্তর দিকের একটি দেয়াল ধসে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে দেয়ালটি ধসে পড়ে। নতুন করে ধসের পর সার্ক ফোয়ারা সংলগ্ন পান্থপথ সড়কের একাংশ দিয়ে সব যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার সকালে নির্মাণাধীন ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) টুইন টাওয়ার তৈরির জন্য গর্ত খোঁড়ার কারণে সুন্দরবন হোটেলের প্রাচীরের একাংশ ধসে পড়ে।এতে তিন তারকা হোটেলটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বেজমেন্টের নিচের মাটি সরে যাওয়ায় হোটেলের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জরুরি ভিত্তিতে সেখান থেকে সব অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বিপদের আশঙ্কায় পাশের কাঁঠালবাগান ও পান্থপথ এলাকার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

ঝুঁকিপূর্ণ হোটেলটি ও রাস্তা রক্ষা করতে প্রকৌশলী, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ১৪ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির পরামর্শে হোটেলটির নিচে ও রাস্তায় রাত পর্যন্ত বালু ফেলা হয়। রাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) কমিটি গঠন করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পরে রাজউক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.