দ. কোরিয়ায় মার্স ভাইরাসে আক্রান্ত ৭

zzzzz4সিউল: দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার জানিয়েছে, দেশটিতে আরো দুই জন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে প্রাণঘাতী রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে একজন সতর্কতা আমলে না নিয়ে চীনে ব্যবসায়িক সফরে গেছেন।

এই সংক্রমণ ব্যাধিটি মহামারী আকারে ছড়িয়ে পড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

২০ মে সৌদি আরব থেকে ৬৮ বছর বয়সী এক লোক দেশে ফেরার পর স্বাস্থ্য পরীক্ষায় তার দেহে এই ভাইরাস ধরা পড়ে।

মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসটি প্রাণঘাতী হলেও সমগোত্রীয় সেভিয়ার অ্যাকিউট রেসপাইরেটরি সিনড্রোম (সার্স) ভাইরাসের চেয়ে কম মারাত্মক।

২০০৩ সালে সার্স ভাইরাস এশিয়ায় প্রথম দেখা দেয় এবং এরপর এই রোগে আক্রান্ত হয়ে কয়েকশ মানুষ প্রাণ হারায়। এদের অধিকাংশই চীনের বাসিন্দা।

রোগ দুটির লক্ষণ প্রায় একই। এতে সারা শরীরে ব্যথা করে এবং কিডনী বিকল হয়ে পড়ে।

মঙ্গলবার ৪৪ বছর বয়সী এক লোক চীনে ব্যবসায়িক সফরে যান। তার বাবার দেহে মার্স ভাইরাস ধরা পরার একদিন পরই তিনি দেশত্যাগ করেন।

সিডিসি’র চিকিৎসক ইয়াং বাইয়ুং-গুক সাংবাদিকদের বলেন, ‘আমরা তাকে এই সফর না করার পরামর্শ দিয়েছিলাম।’

২০টির বেশি দেশের বাসিন্দা মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের অধিকাংশই সৌদি আরবের বাসিন্দা। দেশটিতে ২০১২ সাল থেকে এ পর্যন্ত ৪ শতাধিক লোক এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.