মা হচ্ছেন অভিনেত্রী মম!

zzzzz5মা হতে চলেছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম! অবাক হবার কিছু নেই। এটিএন বাংলার জন্য নির্মিত একটি টিলিফিল্মে এমন চরিত্রেই অভিনয় করেছেন সম্প্রতি ছোট পর্দা থেকে বড় পর্দায় গিয়ে সাফল্য পাওয়া এই অভিনেত্রী।

রুম্ম‍ান রশীদ খানের রচনায় এ টেলিছবিটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। ঈদের জন্য নির্মিত নাটকটির নাম ‘ছায়াসঙ্গী’। এখানে মম’র পাশাপাশি আরো অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, নাজিরা আহমেদ মৌ ও পিন্টু এস এ।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানালেন, গেল ২৪ মে থেকে টেলিছবির দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। বর্তমানে বান্দরবানে শুটিং করা হচ্ছে।

‘ছায়াসঙ্গী’ টেলিফিল্মটির গল্প সম্পর্কে চয়নিকা বলেন, “কাহিনীতে দেখা যাবে, শুভ্র ও নীলার একটি রিসোর্ট আছে। সুখের সংসারে কোনো কমতি নেই। তবে নীলার কোনো বাচ্চা হয় না। হঠাৎ একদিন দীপা তাদের ‍বাসায় পানি খাবারের জন্য আসে এবং নীলা দেখে যে দীপা আট মাসের অন্ত:সত্বা। এরপর শুভ্র বাসায় এসে দীপাকে দেখে চমকে ওঠে। ঘটে নানা ঘটনা। আশা করছি, দর্শকদের ভালো লাগবে নাটকটি।”

টেলিছবিতে দীপা চরিত্রে মম, শুভ্র চরিত্রে মাহফুজ ও নীলা চরিত্রে মৌ অভিনয় করেছেন। এটি আসছে ঈদে এটিএন বাংলায় প্রচার হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.