চাঁপাইনবাবগঞ্জে উপজেলার ওহেদপুর সীমান্তে সাড়ে ৮ কেজি গানপাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার সকালের দিকে এ গানপাউডার উদ্ধার করা হয়।
ওহেদপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার (বিওপি) সুবেদার আখতার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে উপজেলার পাকা ইউনিয়নের সীমান্ত পিলার ১৩/৩ এস থেকে ১শ’ গজ ভেতরে শ্যামপুর মাঠে অবস্থান নেন বিজিবি।
এ সময় ভারত থেকে আসা এক চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি সিমেন্টের বস্তা ফেলে পালিয়ে যায়।
তিনি আরো জানান, ফেলে যাওয়া বস্তা থেকে সাড়ে ৮ কেজি গানপাউডার উদ্ধার করা হয়।