১৯ বছর শেষে পুলিশ কারিনা

১৯ বছর শেষে পুলিশ কারিনা।

ক্যারিয়ারের ১৯ বছর পূর্ণ হয়েছে তার। ২০০০ সালের ৩০ জুন ‘রিফিউজি’ ছবিটি মুক্তি পায়। সেই হিসেবে গত ৩০ জুন ছিল কারিনা কাপুরের ১৯ বছর পূর্তির দিন।

প্রায় দুই দশকের এই পথচলায় অসংখ্য সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন। তাকে পাওয়া গেছে বহু রোমান্টিক গানে। বলিউডের চার খান শাহরুখ, সালমান, আমির ও সাইফ আলীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
তবে সাঈফ আলী খানকে বিয়ের পর অভিনয়ে খুব একটা নিয়মিত দেখা যায় না তাকে। সংসার ও সন্তান নিয়ে তার ব্যস্ত সময় কেটে যায়। তবে চরিত্র ও গল্প বাছাই করে বেছে বেছে কাজ করার চেষ্টা করেন।

সেই ধারাবাহিকতায় তিনি কাজ করছেন ‘আংরেজি মিডিয়াম’ নামের নতুন ছবিতে। এর শুটিং শুরু করেছেন কারিনা কাপুর খান। এখানে পুলিশ চরিত্রে হাজির হবেন তিনি।

তার আগে প্রকাশ হয়েছে তার ফার্স্ট লুক। নিজেই সেটি ট্যুইটারে একাউন্ডে শেয়ার করেছেন ভক্তদের জন্য। সেই লুকের ছবিটি এরইমধ্যে আলোচনায় এসেছে।

ছবিতে কারিনা কাপুরকে ক্যাজুয়াল পোশাকে পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে। নীল ডেনিম, শ্যাওলা রঙের শার্ট ও মিনিমাম মেকআপে অনন্যা কারিনা।

এদিকে এই ছবি দিয়ে ক্যান্সার জয় করে রুপালি জগতে ফিরলেন ইরফান খান। কারিনা ও ইরফান ছাড়াও দেখা যাবে রাধিকা মদনকে। ইরফানের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন রাধিকা।

দীপক দোব্রিয়াল এবং মনু ঋষি ইরফানের ভাই হয়েছেন এই ছবিতে। ৫ এপ্রিল থেকে উদয়পুরে শুরু হয়েছে এই ছবির শুটিং। ২০১৭ সালে মুক্তি পাওয়া হিন্দি মিডিয়ামের সিক্যুয়েল হতে যাচ্ছে ‘আংরেজি ম্যাডাম’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.