ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত পপি
তিনবার চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এখনও চলচ্চিত্রে অভিনয় করছেন নিয়মিত। ঈদ কিংবা বিশেষ দিনের নাটক এবং টেলিছবিতেও দেখা যায় তাকে।
গত ঈদে কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি। এর আগে ‘ইন্দুবালা’ এবং ‘গার্ডেন গেইম’ নামে দুটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন এ নায়িকা। বর্তমানে কোরবানি ঈদের জন্য নির্মিত কয়েকটি ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন পপি। এরই মধ্যে নতুন একটি ওয়েব সিরিজের শুটিংও শেষ করেছেন। নাম ‘ক্যান্ডেল লাইট’।
অনুরূপ আইচের রচনায় এটি পরিচালনা করেছেন চিত্রপরিচালক শাহীন সুমন। এ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন পপি ও আমিন খান।
বর্তমান ব্যস্ততা ও সিরিজে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘আপাতত ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত আছি। দুটি ছবির কাজও প্রায় শেষের দিকে। হাতে কয়েকটি ওয়েব সিরিজের কাজ আছে। ঈদের আগেই এগুলোর শুটিং শুরু করব। কয়েকটি নাটকেও অভিনয় করব। ক্যান্ডেল লাইট ওয়েব সিরিজের গল্পটি চমৎকার। অভিনয় করার সময় উপভোগ করেছি। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’
পপি অভিনীত ‘সাহসী যোদ্ধা’ নামে একটি ছবির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। ‘সেইভ লাইফ’ নামে অন্য একটি ছবির বেশিরভাগ অংশের শুটিং শেষ করেছেন তিনি।