‘গ্যাসের দাম মানুষ সহজভাবেই নেবেন’

‘গ্যাসের দাম মানুষ সহজভাবেই নেবেন’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস্তব কারণে (গ্যাসের) যৌক্তিক কিছু দাম সমন্বয় করা হয়েছে। আশা করি দেশের মানুষ বিষয়টাকে সহজভাবেই নেবেন।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওয়বায়দুল কাদের বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু কারণ আছে। আমাদের দেশের মানুষ বাস্তবতা বোঝেন। বাস্তব কারণে যৌক্তিক কিছু দাম এখানে সমন্বয় করা হয়েছে। দেশের মানুষ বিষয়টাকে সহজভাবে নেবেন- এটাই আশা করি।
তিনি বলেন, এখন বিরোধী দল প্রতিবাদ করবে, এটাই সাভাবিক এবং আমার কাছে মনে হয়, তাদের এই প্রতিবাদ বিক্ষোভ বিশেষ করে হরতালে জনগণের কোনো সাড়া মিলবে- এটা আমার বিশ্বাস হয় না।
যুদ্ধাপরাধী জামায়াত পরিবারের সংশ্লিষ্টতা থাকলেও আওয়ামী লীগের সদস্য হতে পারবে-এমন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, ধোঁয়াশার কোনো কারণ নেই। এখানে আমাদের দলের অবস্থান সব সময়ই একই রকম। নতুন কোনো অবস্থান এখানে নেই।
‘যুদ্ধাপরাধী বা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের আপসহীনতার বিষয়টি স্পষ্ট, দিবালোকের মতো পরিষ্কার। এখানে নতুন কোনো তথ্য আমরা দিইনি যে এটা নিয়ে বিতর্ক তৈরি হবে। আমরা আমাদের আগের অবস্থানে অটল।’
যুদ্ধাপরাধী বা জামায়াতের উত্তরসূরিরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে কি না; জানতে চাইলে তিনি বলেন, সেটা নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.