অভিনয়ে নামলেন যুবরাজ

অভিনয়ে নামলেন যুবরাজ।
মারকুটে একজন ব্যাটসম্যান। নান্দনিক সব ফুটওয়ার্ক আর কৌশলে তার বড় গুণ ছিলো কব্জির জোর। তার দিনে কোনো বোলারই হালে পানি পায়নি। উড়িয়ে ঘুরিয়ে আকাশ ছুঁইয়ে বল পাঠিয়েছেন মাঠের বাইরে। তার সময়ের বিশ্বসেরা সকল বোলারদের শাসন করেছেন শক্ত ব্যাটে। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে তো ছয় বলে ছয়টি ছক্কা মেরে করেছেন রেকর্ডও।

বলছি যুবরাজ সিংয়ের কথা। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। চলতি বিশ্বকাপের মরসুমেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিভিন্ন দেশের টি টোয়েন্টি টুর্নামেন্ট মাতাতে দেখা যাবে তাকে।

কিন্তু তার আগেই ভক্তদের চমকে দিলেন। যুবরাজকে এবার দেখা যাবে রঙিন পর্দায়। অভিনয়ে নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজ করেছেন যুবরাজ।

২৯ জুন, শনিবার থেকেই হটস্টার-এ একটি ওয়েব সিরিজ শুরু হয়েছে, নাম ‘দ্য অফিস’। এই ওয়েব সিরিজে মূখ্য ভূমিকায় দেখা যাবে মুকুল চাড্ডাকে। আর এখানেই চাকরির ইন্টারভিউ দিতে দেখা গেল যুবরাজ সিংকে।

নতুন ভূমিকায় যুবিকে দেখার পর তার ভক্তদের মধ্যে তাকে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। তবে কি ক্রিকেট থেকে অবসরের পর অভিনয়ের জগতে এলেন তিনি? যুবরাজের বাবা যোগরাজ বা তার স্ত্রী হেজেল কিচ বিনোদন জগতের সঙ্গেই যুক্ত। তবে কি এবার তাদের পথেই পা বাড়ালে যুবরাজও? নিয়মিত অভিনেতা হবার ঘোষণা অবশ্য এখনো দেননি এই ক্রিকেট সুপারস্টার। তবে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন তার অভিনয় দেখার জন্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.