মেহজাবিনের হাতে কার চিঠি?

Meh_bg_114799454জেবিনের (মেহজাবিন) প্রেমিক আছে একজন। নাম রাফি (তাহসান)। কিন্তু কখনো নিজের মুখে ভালোবাসার কথা বলতে পারে ন‍া রাফি। এজন্য মনে মনে ঠিক করে যে, চিঠি দিয়ে জেবিনকে সবকিছু জানাবে রাফি। কিন্তু রাফি তো তেমন পড়ালেখা জানে না। তাই বিশ্ববিদ্যালয় থেকে চিঠি লেখার জন্য রনিকে (নাঈম) ধরে আনা হয়। জেবিনের হাতে চিঠি যাবার পর ঘটতে থাকে নানা ঘটনা।

‍‌এমনই এক কাহিনী নিয়ে ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘প্রিয়তমেষু’। এর রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান, মেহজাবিন, নাঈম প্রমুখ।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন জায়গায় নাটকটির চিত্রধারণ করা হয়েছে। নাটকটি নিয়ে মেহজাবিন বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম জেবিন। আমাকে ঘিরেই ঘটতে থাকে নানা ঘটনা। প্রেমের গল্প থাকছে এতে। আশা করছি, দর্শকরা পছন্দ করবে কাজটি।’

খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে নাটক ‘প্রিয়তমেষু’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.