শাহ আমানত বিমানবন্দরে আর্মড পুলিশের তদারক করবে সিএমপি

শাহ আমানত বিমানবন্দরে আর্মড পুলিশের তদারক করবে সিএমপি।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ২০০ সদস্যের তদারকি করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে মঙ্গলবার (০২ জুলাই) সিএমপি কমিশনার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে সভায় সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, এপিবিএন, আনসার ও ভিডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ৯ মে পুলিশ সদর দফতরের এক চিঠিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসার ও ফোর্সের কমান্ড ও কন্ট্রোল সিএমপি কমিশনারের উপর ন্যাস্ত করা হয়।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিমানবন্দরের বিভিন্ন সমস্যা ও সমাধানের ব্যাপারে আলোচনা হয়েছে।

সভায় উপস্থিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বিমানবন্দরে নিয়োজিত এপিবিএন সদস্যদের তদারকি করেন সিএমপি কমিশনার। সিএমপি কমিশনারের কমান্ডে বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করবেন তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.