নাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা

নাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা।

নাটোরের বড়াইগ্রামে আল আমিন (১৮) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
আল আমিন উপজেলার নগর ইউনিয়নের মোকিমপুর গ্রামের শাহাদত হোসেনের একমাত্র ছেলে। সে খলিসাডাঙ্গা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। হত্যার পর দুর্বৃত্তরা ছাত্রের মোটরসাইকেলটি নিয়ে গেছে।

জানা যায়, আল আমিন তার চাচাতো দুলাভাইয়ের পালসার মোটরসাইকেল নিয়ে স্থানীয় কয়েন বাজারে মাছ কেনার জন্য যাচ্ছিল। পথে বটতলা মোড়ে পৌঁছামাত্র আগে থেকে মোটরসাইকেল নিয়ে অবস্থান করা তিন যুবক ইশারা করে তার গতিরোধ করে।

এরপর আল আমিনের শার্টের কলার ধরে বুকের বামপাশে গুলি করে রাস্তায় ফেলে দিয়ে মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আল আমিনের সঙ্গে তার আড়াই বছর বয়সী ভাগ্নে ছিল। সে অক্ষত রয়েছে।

এলাকাবাসীর ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য এ ঘটনা ঘটেনি। শুধু মোটরসাইকেল ছিনতাই করতে পায়ে গুলি করলেই চলত। হত্যাকারীরা অন্য কারণে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.