বিদেশে ড্রোন হামলার পক্ষে বেশিরভাগ মার্কিনী

US-droneঅন্য সার্বভৌম দেশে বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলার প্রতি সমর্থন রয়েছে অধিকাংশ মার্কিনীর। যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের করা এক জরিপে বৃহস্পতিবার এ তথ্য উল্লেখ করা হয়েছে। খবর এএফপির।

বর্তমানে ইসলামপন্থী বিদ্রোহীদের দমনের কথা বলে পাকিস্তান, সোমালিয়া ও ইয়েমেনে ড্রোন হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ মার্কিনীই এ হামলার পক্ষে রয়েছে। অপরদিকে হামলার বিপক্ষে রয়েছে ৩৫ শতাংশ।

জরিপে রাজনৈতিক দৃষ্টিকোণও তুলে ধরা হয়েছে। দেখা গেছে, রিপাবলিকানদের মধ্যে ৭৪ শতাংশই হামলার পক্ষে। অপরদিকে ডেমোক্রেটদের মধ্যে এ হার ৫২ শতাংশ।

৪৮ শতাংশ নাগরিক বলেছে ড্রোন হামলায় সাধারণ লোকজনের জীবন ঝুঁকিতে পড়ার বিষয়ে তারা খুবই উদ্বিগ্ন। ৩২ শতাংশ লোক বলেছে এ ব্যাপারে তাদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে।

জরিপে অংশ নেওয়া এক-তৃতীয়াংশ মার্কিনী মনে করেন, ড্রোন হামলার ফলে বিদ্রোহীরাও পাল্টা হামলা চালাতে পারে। ২৪ শতাংশ মার্কিনী মনে করেন, এ হামলা যুক্তরাষ্ট্রের সুনাম ক্ষুণ্ন করবে।

অপর দেশে ড্রোন হামলার বৈধতা নিয়ে জিজ্ঞাসা করা হলে ২৯ শতাংশ লোক বিষয়টিতে তাদের উদ্বেগের কথা জানান।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রায় ২ হাজার লোকের ওপর টেলিফোনে এ জরিপ চালানো হয়। ১২ থেকে ১৮ মে’র মধ্যে এ জরিপ চালায় পিউ রিসার্চ সেন্টার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.