‘গ্যাসের দাম না কমালে পরিণতি শুভ হবে না’
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সরকারের পরিণতি ‘শুভ’ হবে না বলে হুশিয়ারি দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন হুশিয়ারি দেন।
রিজভী বলেন, যে সরকারের জনগণের ম্যান্ডেট নেই তাদের জনগণের প্রতি দায়বদ্ধতাও নেই। সরকারের যদি বোধ না হয়, উপলব্ধি না হয়, তাহলে তাদের পরিণতি খুব ভালো হবে না। যে সংগ্রাম চলবে এর স্ফুলিঙ্গ দাবানল আকারে ছড়িয়ে পড়বে একদিন। তাই বলব, এখনও সময় আছে জনগণের যে দাবি, জনগণকে যে কষ্ট দিচ্ছেন, সেই দাবি মেনে নিন।
রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, নাজমুল হক নান্নু, সহ-সাংগঠনিক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন- আপনারা মধ্য রাতের নির্বাচন করবেন সেটা মেনে নিতে হবে, আপনারা একতরফা নির্বাচন করবেন সেটা মেনে নিতে হবে, আপনারা ইভিএম দিয়ে একটা জোচ্চুরির নির্বাচন করবেন সেটা মেনে নিতে হবে, আপনারা গ্যাসের দাম বাড়াবেন সেটা মেনে নিতে হবে, আপনারা বিদ্যুতের দাম বাড়াবেন সেটা মেনে নিতে হবে। আপনারা কে? আপনারা কারা?
তিনি আরও বলেন, আপনাদের ও দস্যুদের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই। ডাকাতরা যেমন কেড়ে নেয়, দখল করে, গাড়িতে এসে আক্রমণ করে, আপনাদের সরকারের আচরণ তাই। আপনাদের প্রতিটি কর্মকাণ্ডই গণবিরোধী ও মনুষ্যত্বহীন। এর বিরুদ্ধে যে কোনো আন্দোলনই ন্যায়সঙ্গত বলে আমরা মনে করি।
সম্প্রতি পাবনার একটি আদালতে ২৬ বছর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৯ নেতাকে ফাঁসি ও ২৫ নেতাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার রায় নিয়ে প্রশ্ন তোলেন রিজভী।
তিনি বলেন, যে ঘটনায় কেউ হতাহত হয়নি, সেই মামলায় ফাঁসি হওয়ার কোনো আইন পৃথিবীতে আছে কিনা আমাদের জানা নেই। এ রায় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে।
শুক্রবার নয়াপল্টনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের রফিক হাওলাদার, আবু সালেহ, রাকিবুল, সাইফুল ইসলাম, সাগর এবং শনিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অধ্যাপক আমিনুল ইসলাম, জালাল আহমেদ, জাহিদুল ইসলাম মাসুম, আবদুল মান্নানকে গ্রেফতার ও মিথ্যা মামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান রিজভী।