চোখ দিয়েই আমাকে ধর্ষণ করা হয়েছিলঃ এষা গুপ্তা

চোখ দিয়েই আমাকে ধর্ষণ করা হয়েছিলঃ এষা গুপ্তা।

কিছুদিন আগেই মিটু আন্দোলন নিয়ে তোলপাড় ছিল বলিউডে। এই আন্দোলনের রেস কাটতে না কাটতেই সরব হয়েছে বলিউডের আরেক অভিনেত্রী এষা গুপ্তা। দিল্লির এক হোটেলের মালিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। রোহিত ভিজ নামের ওই ব্যক্তির ছবি টুইটারে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
এষা টুইটারে লিখেছেন, হোটেলের মালিক আমার দিকে এমন চোখে তাকাচ্ছিল, মনে হচ্ছিল চোখ দিয়েই আমাকে ধর্ষণ করে ফেলবে।

ওই ব্যক্তিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে দেখে তাকে এভাবে তাকাতে নিষেধ করেন এষা। প্রথমে তার কথায় পাত্তা দেননি ওই ব্যক্তি। পরপর তিনবার বলার পর তবেই চোখ ফিরেয়ে নেন তিনি। এই দৃশ্য মোবাইলবন্দি করেন এষা।

এই ভিডিও শেয়ার করে এষা বলেন, ‘এই মানুষটি আমাকে চোখ দিয়েই ধর্ষণ করে দেবে, এভাবে কেউ কাউকে দেখে না। ভাগ্যিস আমার সঙ্গে দু’জন বডিগার্ড ছিল। রেস্টুরেন্টের সিসিটিভি দেখলেও আপনারা বুঝে যাবেন। ইনি নিশ্চয় কাউকে ধর্ষণ করবেন ভবিষ্যতে।’

এষা গুপ্তা আরও বলেন, ‘যদি আমার মতো একজন তারকা দেশে নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে আর চার-পাঁচজন নারী কী অবস্থায় আছেন? আমার নিজস্ব বডিগার্ড আছে তাও এ অবস্থা! নিজেকে ধর্ষিতা মনে হচ্ছে আমার। এসব মানুষকে পিটিয়ে মারা উচিত।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.